৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৪

শুক্রবার রাত ১২টা থেকে সোমবার ( জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

আগামী জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট উপলক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ভোটগ্রহণের আগের রাত ১২টা থেকে ভোটগ্রহণের পর রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওদিকে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক,  জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, বিদেশ ফেরত মানুষের বিমানবন্দরে যাওয়া-আসায় ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রে ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর