৬ ও ৭ জানুয়ারি ২২ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৪

- জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ঢালারচর এক্সপ্রেসসহ ২২টি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মাথায়  এ ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার ( জানুয়ারি) রাত পৌনে একটার দিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়। পোস্টটিতে ট্রেন চলাচল বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো না হলেও ‘অনিবার্য কারণবশত’ এর কথা বলা হয়েছে।

বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শুক্রবার রাত ৯টার দিকে  গোপীবাগ এলাকায় আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। ট্রেনের ভেতর থেকে ২ শিশুসহ ৫ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার-রোববার বিএনপির ডাকা হরতাল শুরু হওয়ার আগের রাতে এ ঘটনা ঘটলো।

এ দুদিন চলাচল বন্ধ ঘোষণা করা ট্রেনগুলো হচ্ছে-মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (/), বগুড়া কমিউটার (/), চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১)

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর