আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এ আসর যৌথভাবে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাঠে। ২০ দলের অংশগ্রহণে এবারের আসরে মোট ৫৫টি ম্যাচ হবে, ফাইনাল ম্যাচ হবে ২৯ জুন ।
২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে এ টুর্নামেন্ট খেলবে। প্রত্যেক গ্রুপের পাঁচটি দল নিজেদের মধ্যে খেলবে। সেখানকার সেরা দুটি দল সুপার এইটে খেলবে। উদ্বোধনী ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে আর ফাইনাল খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে।
চার গ্রুপের মধ্যে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র; ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান; ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।
এ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে এদিন টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১০ জুন; তৃতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ জুন এবং শেষ ম্যাচ ১৬ জুন নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।
বিডি২৪অনলাইন/এস/এমকে