পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক ছেলের দা’র কোপে তার মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও বাবা গুরুত্বর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত দশটার দিকে হান্ডিয়াল স্থল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত।
মারা যাওয়া ওই মহিলা হলেন ওই গ্রামের বাসিন্দা আ. সোবাহানের স্ত্রী সারেদা খাতুন (৬০)। অভিযুক্তের নাম ইছার উদ্দিন।
এলাকাবাসী জানায়, ঘটনার আগে ইছার উদ্দিন তার স্ত্রীর কাছে টাকা চেয়েছিল। টাকা না পাওয়ায় তিনি স্ত্রীকে মারপিট করছিলেন। ছেলেকে নিবৃত করতে গেলে বৃদ্ধা মায়ের উপর চড়াও হয় ইছার উদ্দিন। এক পর্যায়ে পাশে থাকা দা দিয়ে তাকে কোপ দেয়। ওদিকে স্ত্রীর এমন ঘটনা দেখে এগিয়ে যায় আ. সোবাহান। এ সময় তিনিও আক্রান্ত হন।
চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা জানিয়েছেন,লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।