সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৪

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত  সারা দেশে বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ হরতাল ডাকা হয়েছে। এদিকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

গত জানুয়ারি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতারের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পাশাপাশি একই সময়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর