পানির নিচে অভিনব ধর্মঘট

২০ মার্চ ২০২১

সমুদ্র ও পরিবেশ বিজ্ঞানীসহ একদল পরিবেশকর্মী সাগরতলের জীবন রক্ষায় প্রথমবারের মতো পানির নিচে জলবায়ু ধর্মঘট পালন করছে।

‘ফিউচারস গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামের এ আন্দোলনে অংশ নেন তারা। পরিবেশকর্মীরা ভারতীয় মহাসাগরের সায়া দে মালহা ব্যাংকে নেমে ধর্মঘট পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন।

সায়া দে মালহা ব্যাঙ্ক বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রতলের গাছগাছালি ও তৃণভূমির আবাসস্থল।

ইউরোনিউজ ও তাইপেই টাইমস


মন্তব্য
জেলার খবর