ভোটদানে বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৪

ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ভোটারদের ভোটদানে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। যারা এ বেআইনি কাজ করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।

শনিবার ( জানুয়ারি) ঢাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, ৭ জানুয়ারি সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা প্রস্তুত। এ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিম ওয়ার্কের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন র‌্যাব প্রধান।

র‌্যাব মহাপরিচালক জানান, নির্বাচন উপলক্ষে র‌্যাবের প্রায় ৭০০ মোবাইল পেট্রোল কাজ করবে। সে সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। তাছাড়া বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ করতে তাদের সাইবার পেট্রোলিংয়ের কাজ চলছে। থাকবে ডগ স্কোয়াড, বোম স্কোয়াড। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর