বিএনপি-জামায়াতের গুজব ও প্রচারে বিভ্রান্ত না হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বলেন, সারাদেশে শান্তিপূর্ণ ভোট হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।
শনিবার (৬ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। এ সময় বিএনপির নির্বাচন বর্জনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা তদন্ত করে দেখার কথাও বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভোট বর্জনের ডাক দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে তারা প্রতিনিয়ত নির্বাচনবিরোধী অপপ্রচার করে যাচ্ছে। তারা গুজব ছড়াচ্ছে। নির্বাচনে আতঙ্ক ছড়ানোর জন্য যে কর্মসূচি নিয়েছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিয়োজিত আছেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। দলে দলে নিজেদের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন করতে ভোট দেবেন। কোনো প্রকার হস্তক্ষেপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিহত করুন।
ভোটের দিনে বিএনপি যেন নাশকতা করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, আমরা বিজয়ের দ্বার প্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে সে জন্য সতর্ক থাকুন। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে