দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুই আসন মিলে ১৩৬ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্খলা রক্ষায় ৮৫০ জন পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব ও ব্যাটালিয়ান পুলিশের (এপিবিএন) পাশাপাশি ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন নিযুক্ত করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পঞ্চগড়-১ আসনে ১৫৬ টি কেন্দ্রের মধ্যে ৯৫ টি কেন্দ্র ও পঞ্চগড়-২ আসনে ১৩১ টির মধ্যে ৪১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। পঞ্চগড়-১ আসনে ৬ জন ও পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৮ লাখ,২৬ হাজার,৯৬৩ জন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও নির্বাচন অনুসন্ধান কমিটির দুইজনও মাঠে থাকবেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে