প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের।
শনিবার (৬ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন হয়।
সিইসি জানান, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও পোলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। রিটার্নিং কর্মকর্তারা সরকারি কর্মকর্তা। তাদের সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিএনপি প্রসঙ্গে কমিশন প্রধান বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতো। তারা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার কথা বলেছেন। আমরা বলব, ভোট দিতে আসা উচিত ভোটারদের। কত শতাংশ পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে