আলোচিত ভোট আজ

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪

আলোচনা, সমালোচনা কম হয়নি। ছিল সংশয় আর শঙ্কা, সরকার বিরোধীদের তরফ থেকে বানচালের অপচেষ্টা। অবশেষে সব জল্পনা-কল্পনার ছেদ ঘটিয়ে দেশের আলোচিত- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে রোববার (৭ জানুয়ারি)। জাতিসংঘসহ বিশ্বের মোড়ল দেশগুলোও তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। বিএনপিসহ তাদের মিত্র ১৫ দল না আসায় নির্বাচন কমিশনের (ইসি) জন্যও  নির্বাচনটা একটা চ্যালেঞ্জ।

এদিকে নির্বাচনের ভোট উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করতে সব প্রস্তুতি শনিবারের মধ্যেই সম্পন্ন করেছে ইসি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদীয় ৩শআসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। নওগাঁ- আসনের  স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত রেখেছে ইসি। সবগুলো আসন মিলে প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে নিবন্ধিত ২৮ দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এ নির্বাচনের সবগুলো আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণে মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলার সদস্য মোতায়েন থাকছে কেন্দ্রগুলোতে। ভোট গ্রহণের কাজে লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। শুধু দুর্গম অঞ্চলের হাজার ৯৬৪টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে ভোটের আগের দিন। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে শেষ করতে মাঠে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সবমিলিয়ে প্রায় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ম্যাজিস্ট্রেট বিচারক মাঠে থাকছেন। তারা যে কোন অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন। স্থানীয় ২০ হাজার ৭৭৩ ছাড়াও প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, যে কোন মূল্যে এবারের নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে ইসির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান তিনি।

এবার যে কোনো জায়গা থেকে সহজে জনগণের জন্য ভোটের সর্বশেষ আপডেট জানার ব্যবস্থা করেছে ইসি। এ জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিঅ্যাপস। ভোটের আপটেড জানার পাশাপাশি ভোটাররা তার ভোটার নম্বর কেন্দ্রের নাম এবং অবস্থান জানতে পারবে এ অ্যাপ থেকে। গোগল প্লে স্টোর থেকে এ্যাপটি ডাউনলোড করা যায়। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর