মন্তব্য
রোববার (৭ জানুয়ারি) দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি রয়েছে বৃষ্টি হতে পারে। তাছাড়া সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ কার্যক্রম।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা কমে যেতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে