আগামী ১১ জানুয়ারি ভারতের মোহালিতে আফগানদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে স্বাগতিকদের। এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দলে আফগানদের অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। সম্প্রতি ব্যাক সার্জারি করানোয় নিয়মিত অধিনায়ক রশিদ খানকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে রাখা হয়েছে ভারত সিরিজের দলে। দলে জায়গা হয়েছে দলে রয়েছেন তারকা অফ-স্পিনার মুজিব-উর-রহমানের।
২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে চাওয়ায় ক্রিকেট বোর্ড তার ওপর বেশ ক্ষুব্ধ হলেও আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়। তারই ধারাবাহিকতায় ভারত সফরের থাকছেন তিনি। তার সঙ্গে থাকছেন দুই রিস্ট স্পিনার কাইস আহমদ ও নুর আহমদ।
ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ ১৪ ও ১৭ জানুয়ারিতে হবে ইন্দোর ও বেঙ্গালুরুতে। আগামী জুনে বিশ্বকাপ টি টুয়েন্টি-২০২৪ বিশ্বকাপ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এ আগে সিরিজটি আফগান ও ভারতের জন্য সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ। অবশ্য ভারতের বিপক্ষে এবার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছেন রশিদ-মুজিবরা।
বিডি২৪অনলাইন/এস/এমকে