পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজনকে ভোট দিলেই ভোটদাতার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে খিচুরির প্যাকেট। রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন সাকোয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
অভিযোগ রয়েছে এ আয়োজন করেছেন সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম।যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
গোবিন্দ গুরু এলাকার রতন চন্দ্র বর্মন, ডাঙ্গাপাড়া এলাকার স্বরবালা,অজবালা,সুনিতারানি,লক্ষীগড় ডাঙ্গাপাড়া এলাকার বমকেষ চন্দ্র বর্মনসহ আরো একাধিক ভোটার জানান, নৌকা মার্কায় ভোট দিয়েছি। এ জন্য আমাদেরকে খিচুরির প্যাকেট দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ বলেছেন চেয়ারম্যান প্যাকেট দিয়েছেন, কেউ বলেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির কথা। পঞ্চগড় -২ আসনের জাপার প্রার্থী লূৎফর রহমান রিপন জানান, ভোটারদের শুধু খিচুরি না, সঙ্গে টাকাও দিয়েছেন।
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম তার তরফ থেকে খিচুরি বিতরণের বিষয়টি অস্বীকার করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে