২ শতাংশের বেশি ভোটার কেন্দ্রে আসেনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪

বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। ক্ষমতাসীন দল শতাংশের বেশি ভোটার কেন্দ্রে নিতে পারেনি। রোববার (৭ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন- কেবল কারচুপি নয়, প্রকাশ্যে ডাকাতির ভোট হয়েছে।  গতকাল রাতে অনেক ব্যালট বক্স পূর্ণ করা হয়েছে। রাত থেকেই অনেক ঘটনা জানতে পেরেছি। নৌকা মার্কায় সিল মেরেছে। আজ সকালে অনেক ব্যালট পেপারের বইয়ে শুধু নৌকা মার্কায় সিল দেখা গেছে। তাহাজ্জুদের নামাজের সময় ভোট চুরি করা হয়েছে। আওয়ামী লীগের বিবেকবান লোকও আজ ভোট দিতে যায়নি বলেও খবর পেয়েছি।

২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে গরু-ছাগল দেখা গেছে উল্লেখ করে রিজভী জানান, এবারের ভোটের দিন যুক্ত হয়েছে বানরও। প্রহসনের তামাশার ভোট, যেখানে নিজেরা নিজেরা ভোট করছে সেখানেও এই অবস্থা। আমরা কি কারণে ভোট বর্জন করেছি, সেটা এখন প্রমাণিত। এখন যতই রিগিং করে ভোটের হার বাড়ানোর চেষ্টা করা হোক না কেন সেটা জনগণ বিশ্বাস করবে না।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর