দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে সারাবিশ্বের ও বাংলাদেশের মানুষ জনগণের বিজয় প্রত্যক্ষ করেছে।
রোববার (৭ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বন্ধুদের বিভ্রান্ত করতে চেয়েছিল তারা। বিদেশি ও দেশের সাংবাদিকরা এ নির্বাচন প্রত্যক্ষ করেছেন।
বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এ নির্বাচনের মধ্যদিয়ে জনগণ তাদের বর্জন করেছে। নির্বাচন বানচালের অপচেষ্টায় বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। অপরাজনীতির কুচক্রে তারা আটকে গেছে। এ নির্বাচনে অংশ নেওয়ার মধ্যমে জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে