নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে সারাবিশ্বের বাংলাদেশের মানুষ জনগণের বিজয় প্রত্যক্ষ করেছে।

রোববার ( জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বন্ধুদের বিভ্রান্ত করতে চেয়েছিল তারা। বিদেশি দেশের সাংবাদিকরা নির্বাচন প্রত্যক্ষ করেছেন।

বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, নির্বাচনের মধ্যদিয়ে জনগণ তাদের বর্জন করেছে। নির্বাচন বানচালের অপচেষ্টায় বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। অপরাজনীতির কুচক্রে তারা আটকে গেছে। নির্বাচনে অংশ নেওয়ার মধ্যমে জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর