মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। পাশাপাশি অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। দলের নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ কথা জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। এদিকে নানা অনিয়ম ও সহিংসতার অভিযোগে দেশের ৯ আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বিডি২৪অনলাইন/এন/এমকে