বিজয় মিছিল করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। পাশাপাশি অন্যপ্রার্থী তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। দলের নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ( জানুয়ারি) প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কথা জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।  এদিকে নানা অনিয়ম সহিংসতার অভিযোগে দেশের আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি) এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর