টুঙ্কু আজিজাকে এমিনি এরদোগানের উপহার

২০ মার্চ ২০২১

তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগান মালয়েশিয়ার রানি টুঙ্কু আজিজাকে উপহারসামগ্রী পাঠিয়েছেন। বুধবার রয়্যাল প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন মালয়েশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মার্ভ সাফা কাভাকচি। সেইসঙ্গে ফার্স্টলেডির লেখা একটি চিঠিও রানির হাতে তুলে দেন তিনি। 

তুর্কি ফার্স্টলেডির পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়েছেন রানি। এজন্য তিনি ধন্যবাদও জানান। তিনি বলেন, ওসমানীয় সাম্রাজ্য ও তুরস্কের ইতিহাস শিল্প-সাহিত্যের বড় ভক্ত তিনি। তিনি নিয়মিত তুর্কি টিভি সিরিজগুলোও দেখেন।

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর