নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষক দল। রোববার ( জানুয়ারি) ভোটের পর ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সন্মেলনে এ সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে কমনওয়েলথ, ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন গাম্বিয়াসহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। নির্বাচন বিষয়ে  তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হয় এ সময়।

সংবাদ সন্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলেছেন। পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন চোখে পড়েনি তাদের। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। সকালে যখন কেন্দ্র পরিদর্শন করার সময় ভোটার উপস্থিতি খুবই কম ছিল। মানুষ আশা করেছিল উপস্থিতি বাড়বে।  ১৫ বা ১৬ শতাংশ ভোট পড়লে সেটা নির্বাচন আয়োজকদের জন্য বার্তা। এর কারণ রাজনীতিকরা বিশ্লেষণ করবেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর