নওগাঁর ৩ আসনে আ.লীগ ও ২আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনের মধ্যে ৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাকি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) ভোটগণনা শেষে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নওগাঁ- আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ- আসনে সৌরন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ- আসনে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নির্বাচিত হয়েছেন। তাদের প্রতীক নৌকা। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ- আসনে ব্রহানী সুলতান মামুদ গামা নওগাঁ- আসনে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিক ট্রাক।

সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান (স্বতন্ত্র) পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট। সৌরেন্দ্রনাথ চক্রবতী পেয়েছেন ৮৪ হাজার ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছলিম উদ্দিন তরফদার (স্বতন্ত্র) পেয়েছেন ৪০ হাজার ৬৮২ ভোট। ব্রহানী সুলতান মামুদ গামা পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নহিদ মোর্শেদ (নৌকা) পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট। ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন পেয়েছেন লাখ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেওয়ান ছোকার আহম্মেদ শিষান (ট্রাক) পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট। ওমর ফারুক পেয়েছেন ৭৬ হাজার ৬৬০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন হেলাল (নৌকা )পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর