পাবনা-৪ আসনে নৌকার মাঝি গালিব বিজয়ী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- আসনে (আটঘরিয়া-ঈশ্বরদী)  বিপুল ভোটে নৌকার বিজয় হয়েছে। নৌকার মাঝি গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল) পেয়েছেন ১৪ হাজার ৬৬৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার আধাঘণ্টা আগে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, একাধিক ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পাঞ্জাব আলী। তার অভিযোগ, তার এজেন্টেদের কেন্দ্র থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর