দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে এমপি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. মকবুল হোসেন। একই পদে এটা তার টানা চতুর্থ জয়। এর আগে এ আসনে কেউ পরপর চার বার এমপি নির্বাচিত হয়নি, এমনকি জয়ে তার মতো হাট্রিকও করতে পারেননি কেউ। যদিও এমপি পদে ভোটের দৌড়ে তিনি প্রথমবার হোঁচট খেয়েছিলেন ২০০১ সালের নির্বাচনে। প্রতিবারই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন এ আওয়ামী লীগ নেতা।
দ্বাদশ
সংসদ নির্বাচনে এ প্রবীণ রাজনীতিবিদ পেয়েছেন ১ লাখ ১৯
হাজার ৪’শ ৬৯
ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার পেয়েছেন ১ লাখ ১’শ ৬০
ভোট। দল থেকে মনোনয়ন না পেয়ে
স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মি. মাস্টার। তার আগে নিয়ম মানতে উপজেলা
পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।
তথ্য সুত্র: উইকিপিডিয়া
আব্দুল হামিদ মাস্টারের নিজের উপজেলা চাটমোহরের মানুষের মধ্যে একটা অংশের ধারণা ছিল, এবার তিনিই এমপি নির্বাচিত হবেন এ আসনে। এ উপজেলায় নৌকার চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। তার প্রতীক ছিল ট্রাক। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে পাবনা-৩ সংসদীয় আসন। মো.মকবলু হোসেনের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়েছে। বিকাল চারটায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পরে গণনা শেষে রাতে মো. মকবুল হোসেনকে বেসরকারিভাবে এমপি নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাকস মো. আসাদুজ্জামান। তার আগে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে ভোটের দিনে চাটমোহর উপজেলায় দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশ ভোট হয়।
মো. মকবুল হোসেন ১৯ হাজার ৩’শ ৯ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন। চাটমোহর উপজেলা থেকে ৫২ হাজার ৬’শ ১ ভোট, ভাঙ্গুড়ায় ৩৭ হাজার ৭’শ ৭৬ ভোট এবং ফরিদপুরে ২৯ হাজার ৯২ ভোট পেয়েছেন তিনি। বিপরীতে আব্দুল হামিদ মাস্টার চাটমোহরে ৬৬ হাজার ১’শ ৭৪ ভোট, ভাঙ্গুড়ায় ১৬ হাজার ১’শ এবং ফরিদপুরে ১৭ হাজার ৮’শ ৮৫ ভোট পেয়েছেন।
বিডি২৪অনলাইন/মহিদুল/সি/এমকে