টানা চতুর্থবার ক্ষমতায় বসছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২২৪ টিতে জয় পেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে দিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় বসছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তবে এবারেই প্রথম নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক আসনে দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬২ জন।

রোববার (৭ জানুয়ারি) এ নির্বাচনের ভোট হয়। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতি ছাড়াই চলে ভোটগ্রহণ। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে,  ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়নি।  ভোটগ্রহণ শেষে রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে গণনা শেষ হয়নি। গণনা শেষে এ পার্সেন্টেজ কমতে বা বাড়তে পারে। তার আগে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন, সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

এবার সংসদীয় ৩শ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনের  স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত রাখে ইসি। তবে একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ- আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে তারা।

সবগুলো আসন মিলে এবারের নির্বাচনে প্রার্থী ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে নিবন্ধিত ২৮ দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী ছিল। নির্বাচনে অন্যতম রাজনৈতিক বড় দল বিএনপিসহ তাদের মিত্র ১৫ দল যায়নি। সর্বশেষ পাওয়া ফলাফলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর বাইরে জাতীয় পার্টি ১১ জন অন্য দল থেকে একজন প্রার্থী জয় পেয়েছেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী৩০০ আসনের জাতীয় সংসদে কোনো দল ১৫১ আসনে বিজয়ী হলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসেবে আগামী সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে, এবারো শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রীসভা গঠন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দশম-একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতা পরিলক্ষিত হয়েছে। বিএনপিসহ নিবন্ধিত অনিবন্ধিত ৩৬টি দল নির্বাচনে না যাওয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর