অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে রাব্বির দল

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪

আগামী ১৯ জানুয়ারি  দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এ টুর্নামেন্ট খেলতে রোববার মধ্যরাতে দেশ ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দল। এবারের এ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি।

বিশ্বকাপের মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের যুবাদের। এরপর মিশন শুরু করবে টাইগাররা। আসরের প্রথম ম্যাচে তারা মাঠে নামবে ২০ জানুয়ারি, ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ভারতের বিপক্ষে খেলবে এদিন।

টুর্নামেন্টের গ্রুপে বাংলাদেশ দলের বাকি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে বিশ্বকাপ আসর, ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর