নতুন নির্বাচনের দাবিতে দুই দিন গণসংযোগ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪

নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে ৯ ও ১০ জানুয়ারি গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার ( জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য . আবদুল মঈন খান।

ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলেনে মঈন খান আরও বলেন, দেশের জনগণ একচেটিয়াভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাছাড়া ৬৩টি রাজনৈতিক দল  নির্বাচনে অংশ  নেয়নি। জন্য সবাইকে ধন্যবাদ জানান মঈন খান।

বিএনপির এ নেতা জানান, নির্বাচনে আওয়ামী লীগ ডামি প্রার্থী, পর্যবেক্ষক দিয়েছে। কিন্তু ভোটারদের কেন্দ্রে নিতে পারেনি। সরকারের প্রতি মানুষের আস্থা থাকলে মানুষ নিজেই ভোট দিতে আসত। মানুষ ডামি নির্বাচন বর্জনের মধ্য দিয়ে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই-একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে। দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। কারণ, তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যা সৃষ্টি করেছে তা হলোঅলিগার্কি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান বিএনপির এ নেতা।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর