দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তারা জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। এ বিজয় জনগণের বিজয়।
সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আটবার নির্বাচন করেছি। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুকন্যা জানান, বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে। বাবার আদর্শ নিয়ে কাজ করছি। মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। ২১ বছর পর সরকার গঠন করে মানুষের জন্য কাজ শুরু করি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য বলে জানান আওয়ামী লীগ সভাপতি।
বিএনপির নির্বাচনে না আসা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি, তারা নির্বাচন ভয় পায়। কারণ তাদের জনসমর্থন থাকে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে