ফাইনাল পারসেন্টেজটা হচ্ছে ৪১ দশমিক ৮ শতাংশ: সিইসি

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন,  ৪০ শতাংশ ভোট পড়েছে সারা দেশে। ভোট গণনা শেষ হলে এটা বাড়তেও পারে, নাও বাড়তে পারে। সবগুলো আসনের ফল পাওয়ার পরের দিন সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি জানিয়েছেন, ৪১ দশমিক শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। এ নিয়ে কারও সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ভোটের সার্বিক বিষয়ে ব্রিফ করেন সিইসি। তিনি বলেন, এখন ফাইনাল যে পারসেন্টেজটা হচ্ছে ৪১ দশমিক শতাংশ। যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম; ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

এদিকে রোববার বিকাল ৩টায় ইসি সচিব জানিয়েছিলেন, ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। এক ঘণ্টার ভোটের ব্যবধান পার্সেন্টেজ এতো বাড়লো কীভাবে- জবাবে সিইসি বলেন, বিকাল ৩টা না। সেটা ২টা পর্যন্ত রেজাল্ট ছিল।

ইসি সচিব ৩টার তথ্য জানিয়েছেন- এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, টোটাল রেজাল্টটা যখন চলে আসে। আসার পরে কে কতটা ভোট পেলো। ২৯৮ সংসদীয় আসনের একজন দুইজন তিনজন চারজন ওটাকে যোগ করলে একটা যোগফল বের হয়। এটা কিন্তু খুব কঠিন নয়। এটাকে যোগ করে এক্সেলে ফেলে দিলে পার্সেন্টেজটা টিপ দিলেই বেরিয়ে আসে। যখন ২টা বা ৪টার সময় বলি তখন কোনোভাবেই এটা সঠিক পুরোপুরি সঠিক হওয়ার কথা নয়। কিন্তু রাত ১০টায় বলি যদি সব চলে আসে। এখন যদি বলি সব চলে আসছে, তাহলে দেখা যাবে। এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে ৪১. শতাংশ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর