আওয়ামী লীগ ২২৩টি আসনে বিজয়ী হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনের ফলাফল পাওয়া গেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে বিজয়ী হয়েছে। প্রদত্ত ভোটের হার ৪১.৮ শতাংশ।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। সিইসি জানান, এ নির্বাচনে লাঙ্গল প্রতীক ১১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসনে জয়লাভ করেছেন।

কাজী হাবিবুল আওয়াল জানান, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। ভোট বর্জন করে তারা জনগণকে ভোট প্রদানে নিরুৎসাহিত করেছে। তবে আমরা খুশি হতাম যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করত।

দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে জানিয়ে কমিশন প্রধান বলেন, নির্বাচনের দিন দুজন পোলিং এজেন্ট মারা যান। অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে ১৩ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর