মন্তব্য
পঞ্চগড়ে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আরাফাত হোসেন (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আরাফাত হোসেন উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশ জানায়, আরাফাত হোসেন দুপুরে বাসস্ট্যান্ডে ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে ৫৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায় ও তাকে আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে