সাতক্ষীরায় রেজাউল ইসলাম নামের একজনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সোমবার (৮ জানুয়ারি) সকালে ৮টার দিকে সদর উপজেলার শাল্যে গ্রামে এ ঘটনা ঘটে। এ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষে নির্বাচনী কাজ করার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
রেজাউল ইসলাম দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রেজাউল ইসলাম জানান, তার এলাকার সিরাজুল ইসলাম ও ফারুক হোসেন ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাকে খুজতে থাকে। আমাকে না পেয়ে তারা আমার অফিসের থাই গ্লাসসহ অন্যান্য মূল্যবান মালামাল ভাংচুর করে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে