শিগগিরই নতুন সরকারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। এবার সরকার গঠনের পালা তাদের। এনিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করবে দলটি। আগের তিনবারের মতো নতুন সরকারেও প্রধানমন্ত্রী থাকছেন শেখ হাসিনা। আগামী ১০-১৫ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হতে পারে বলে।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, টানা চতুর্থবার মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ওদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমার কাছে মনে হচ্ছে- আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতু মন্ত্রিপরিষদ গঠন হয়ে যাবে।

নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশ হবে। এরপর তিন দিনের মধ্যে তাদের শপথ পড়ানো হবে। শপথের পর বৈঠক করবেন সংসদ সদস্যরা। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরবর্তীতে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। এরপর প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের ভেতর থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টনসহ প্রজ্ঞাপন জারি হবে। এর মধ্য দিয়েই নতুন সরকারের যাত্রা শুরু হবে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের কাজ ইসি শুরু করেছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, নতুন সংসদ সদস্যদের শপথ আগামী ১৪ জানুয়ারি হওয়ার সম্ভাবনা বেশি। কেননা ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ কারণে ১০ জানুয়ারি শপথ না হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের আরও জানান, নিরবচ্ছিন্ন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা নতুন সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হবে। বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে নতুন সরকারের সময়ে। অর্থ বিভাগের সহযোগিতার প্রয়োজন হবে বলেও জানান তিনি।

রোববার ( জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুর কারণে বাকি এক আসনের ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮টি রাজনৈতিক দল স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। নির্বাচনে আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টি ১১, কল্যাণ পার্টি ১ ও  ৬২ স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। বিএনপি ও তাদের মিত্র মিলে ১৫ রাজনৈতিক দল এবার নির্বাচনে যায়নি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর