দেশ ও জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দিতে দেশের জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ডিসিদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জনগণের সেবক। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন, সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেবেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলনে এ আহবান জানান। রাষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।
আমলাদের মনে রাখার আহবান জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, জনগণের টাকাতেই আমলাদের বেতন হয়, সংসার চলে। তাই জনগণকে সেবাদান কোনও দয়া-দাক্ষিণ্য বা বদান্যতার বিষয় নয়, সেবা পাওয়াটা জনগণের অধিকার।
রাষ্ট্রপতি তার বক্তব্যে আমলাদের ক্ষমতার অপব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন। বলেছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতা প্রয়োগ অত্যাবশ্যক। কিন্তু ক্ষমতার অপপ্রয়োগ না হওয়া নিশ্চিত করাটা আরও বেশি জরুরি। এ ক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য সচেতনভাবে বজায় রাখবেন।
এ সময়ে ভূমি ব্যবস্থাপনা, অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে বন্ধ, প্রশাসনের সব স্তরে জবাবদিহি নিশ্চিতের বিষয়েও কথা বলেন রাষ্ট্রপতি। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।