সিংহশাবক নিয়ে ছবি তোলায় বিতর্ক

২০ মার্চ ২০২১

বর-কনের ছবি তোলার অনুষঙ্গ হিসেবে নিস্তেজ সিংহশাবক ব্যবহার করায় সমালোচনা তুমুল বিতর্ক ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

পাকিস্তানের লাহোরের ঘটনা একটি।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিংহশাবকসহ বর-কনের একটি ভিডিও।  

ভিডিওতে দেখা যায়, বর-কনের মাঝখানে শুয়ে আছে ছোট্ট সিংহশাবক। নবদম্পতি শাবকটির মাথার ওপরে হাতে হাত রেখে ছবি তুলছেন।


মন্তব্য
জেলার খবর