ব্রাজিলের যোগ দিচ্ছেন দোরিভাল

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৪

টানা কয়েক ম্যাচে পরাজয়ের পর নেইমারদের অন্তর্বতীকালীন কোচের জায়গা থেকে ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তার জায়গায় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে সাও পাওলো ক্লাবের কোচ দোরিভাল জুনিয়রকে।

৬১ বছর বয়সী ডোরিভালের অধীনে ফ্ল্যামেঙ্গো কোপা ডো ব্রাজিল কেপা লিবারেটডর্স, দুটি বড় শিরোপা জয় পেয়েছে। এদিকে ব্রাজিলে যোগ দেওয়ার  আগে তার বর্তমান ক্লাব সাও পালোর দায়িত্ব ছেড়ে দিয়েছে দোরিভাল। সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি প্রকাশও করা হয়েছে।

বিবৃতিতে দোরিভাল জুনিয়র বলেন, এটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। সাও পাওলোতে আমি যে কাজ সম্পাদন করেছি, তার স্বীকৃতি পেয়েছি।

দোরিভাল জুনিয়র এমন সময় ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন, যখন দলটি এক সঙ্কটময় মুহূর্ত পার করছে। দিনিজের অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচেই  পরাজিত হয়েছে তারা। নভেম্বরে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তার আগে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষেও পরাজয় মানতে হয়েছে। পরাজয়ের পাশাপাশি ইনজুরিতেও ভুগতে হয়েছে দলটিকে। উরুগুয়ের বিপক্ষের ম্যাচটিতে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এ তারকা ফুটবলার।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর