দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের বুধবার (১০ জানুয়ারি) শপথ পাঠ করাবেন স্পিকার। কিন্তু এদিনে জাতীয় পার্টি দলীয় নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। দলটির নেতারা বলছেন, বৃহস্পতিবার শপথ গ্রহণের বিষয়ে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন তারা।
কুড়িগ্রাম-১ আসনে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার আমরা শপথ গ্রহণ করব না। পরশু দিন এনিয়ে বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত নেব- কবে আমরা শপথ নেব। আদৌও শপথ নেব কি না।
তিনি জানান, নির্বাচনে প্রত্যাশিত ভোটের পরিবেশ ছিল না। ফলে জাতীয় পার্টির অনেক সদস্য ভোটের মাঠে লড়াই করতে পারেননি, জয়ও পাননি। এ কারণেই শপথ নিচ্ছি না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ১১ জন জয় পেয়েছেন। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। জাপার সঙ্গে ২৬টি আসনে সমঝোতা হলেও সবগুলোতে জয় পায়নি তারা।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে