নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়? শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৪

নির্বাচন বানচালে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের লক্ষ্য ছিল নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরুব্বি আছে, তারাও সেই পরামর্শ দেয়। মুরুব্বিদের পরামর্শে চললে আর চলা লাগবে না বাংলাদেশের। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়?

মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ’৭১ সালের মার্চ জাতির পিতা বলেছিলেন- কেউ দাবাযয়ে রাখতে পারবা না। জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ এটাই প্রমাণ করেছে। এবারের নির্বাচন৭৫ পরবর্তী সব নির্বাচনের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। এত দলের মধ্যে দুই-চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না। জনগণ অংশগ্রহণ করছে কি না, সেটাই সবচেয়ে বড় কথা। ১২০ বছরের বয়স্ক বুড়ো মানুষও ভোট দিতে গেছে। এর চেয়ে বড় কথা আর কী হতে পারে?

সুষ্ঠু ও চমৎকার একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত- সবাইকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর