মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে তাদের শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গেজেট প্রকাশের তথ্য নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন ডাকতে হবে। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে