শপথ গ্রহণের বিষয়ে বৃহস্পতিবার দলীয় বৈঠকে সিদ্ধান্ত হওয়ার আগে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ নেবেন না। কুড়িগ্রাম-১ আসনে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানানোর এক ঘণ্টার মাথায় এসে দলের চেয়ারম্যান জি এম কাদের কাদের জানালেন, বুধবারেই শপথ নেবেন তার দলের সংসদ সদস্যরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।
জি এম কাদের বলেন, নির্বাচন করে ফেলেছি, তাই ফলাফল প্রত্যাখ্যান করলে মানুষের সমস্যা হবে। তাদের অনেক প্রত্যাশা আছে। তিনি জানান, আমি রংপুরের ছেলে, অনেক কাজ করব এটা রংপুরবাসীর প্রত্যাশা।
নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমাদের অনেক প্রার্থীর বিজয়ী হওয়ার কথা থাকলেও হতে পারেনি। তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন যেন না হয়, সে জন্য সংসদে যাওয়া দরকার। তিনি জানান, সংসদে অতীতে কখনো সরকারি দলের স্বতন্ত্র প্রার্থীরা বিরোধীদল হয়নি। তাই জাতীয় পার্টি আবারও স্বাভাবিকভাবেই বিরোধী দল হচ্ছে। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে