নতুন-পুরাতনে হচ্ছে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয় পাওয়ার পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা। তার আগে বুধবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন, সেটা নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্লেষণও শুরু হয়েছে ইতোমধ্যে। আগের মন্ত্রিসভার ‘ক্লিন ইমেজধারী অভিজ্ঞ সদস্যরা থাকছেন নতুন মন্ত্রিসভায়। পাশাপাশি নতুন করে আসছেন বেশ কয়েকজন। এর মধ্যে ত্যাগী ও সিনিয়র নেতাদের রাখা হতে পারে। নতুন মন্ত্রিসভার বিষয়ে এমন আভাস পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে।

নতুন মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রী থাকছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে তিনি টানা তিনবারসহ চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে এটা হবে তাঁর পঞ্চমবারে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ।

সম্ভাব্য মন্ত্রী হওয়ার তালিকায় উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমু, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য গবেষণা সম্পাদক . সেলিম মাহমুদ। নড়াইল- আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মুতর্জাকেও মন্ত্রী বানাতে পারেন শেখ হাসিনা।

পুরাতনদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী এম মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তাদের সঙ্গে থাকতে পারে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে মন্ত্রিসভায় কারা থাকবেন, সেটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির পর তাদের শপথ পড়ানো হয়। এরপর সংসদ সদস্যরা বৈঠক করেন। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। এরপর রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানান। সরকার গঠনের পরে প্রথমে প্রধানমন্ত্রী পরে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা শপথ পড়েন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি হয়। এর মধ্যে দিয়েই নতুন সরকারের যাত্রা শুরু হয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর