পঞ্চগড়ে একসিলারেটিং প্রটেকশন ফর চিল্ডেন প্রকল্পে অনিয়ম-অব্যবস্থাপনা

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় থেকে
১০ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে একসিলারেটিং প্রটেকশন ফর চিল্ডেন প্রকল্পের আওতাভুক্ত হাবগুলোতে নিম্নমানের উপকরন বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কোন শিশু, কিশোর-কিশোরী- ফ্যাসিলেটর উপস্থিত নেই। ফলে প্রকল্পের মুল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। এমন অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, দেশের নারী, শিশু, কিশোর বিশেষত অধিকতর সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মানুষের গুনগত মানসম্পন্ন, সামাজিক সেবার প্রবেশাধিকার উন্নতি সাধন এবং ইতিবাচক আচরণ চর্চার মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি লক্ষে ইউনিসেফের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়।

কাগজকলমে তিন বছর মেয়াদী এ প্রকল্প শুরু হয়েছে ২০২২ সালের জানুয়ারি মাসে। শেষ হবে আগামী ডিসেম্বরে। কিন্তু বোদা দেবীগঞ্জ এলাকায় প্রকল্প শুরু হয়েছে এক বছর পর, গত বছরের মার্চ, এপ্রিল, মে জুন মাসে।

পঞ্চগড় জেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বোদা দেবীগঞ্জ উপজেলায় প্রকল্পে ৪০টি শিশু সুরক্ষা হাব স্থাপন করা হয়েছে। প্রতি হাবে দুইজন ফ্যাসিলেটর, দুই জন পিয়ার লিডার আছে। তারা সপ্তাহে দিন হাবগুলো পরিচালনা করবেন। উপজেলায়  আছেন একজন সি আর এফ।

প্রকল্পের নির্ধারিত দিন সময়ে সরেজমিনে দেবীগঞ্জ বোদা উপজেলার ১৭টি হাব ঘুরে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র চোখে পড়েছে। এদের মধ্যে দৌলতপুর শিশু সুরক্ষা কমিউনিটি হাব ফ্যাসিলেটর নুর নেহার জানান, তার হাবে এ চারজন শিশু ছিল। উপকরণ দেওয়ার পর রিং, পুতুল নষ্ট হয়ে গেছে। বেতন পেয়েছে সাড়ে হাজার। এখন তিন মাসের পাবো। ময়দানদিঘী সিপাইপাড়া হাবে শিশু ফ্যাসিলেটর কাউকে পাওয়া যায়নি। ফ্যাসিলেটর রুপালি রানীকে ফোন দিলে তিনি হাবে ছুটে আসেন। তিনি জানান, কয়েকজন শিশু ছিল, তারা চলে গেছে। এ পর্যন্ত সাড়ে হাজার টাকা বেতন পেয়েছি।

বালাভীর হাব কোন শিশু কিশোর ছিল না। সেখানকার ফ্যাসিলেটর কবিতা জানান, চার মাস ধরে বেতন পাই না। সিআরএফ বিপাশা আসার কথা জানতে চাইলে বলেন, একবার এসেছিল। দেবীগঞ্জের সোনাপাতা সরকারপাড়া হাব বন্ধ। সেখানকার ফ্যাসিলেটর শেফালী রানী বলেন, মে মাসে শুরু হয়েছে হাব। ধ্যানগ্রাম প্রধানপাড়া শিশু সুরক্ষায় কোন শিশু কিশোর পাওয়া যায়নি। বন্ধ ছিল হাবটি। দেবীগঞ্জ স্কুলপাড়া হাব বন্ধ। সেখানকার পিএল তনিমা বলেন, ৩০ জন শিশু আছে তবে আজকে কেউ আসেনি। রিং,ফুটবল, ক্রিকেটবল নষ্ট হয়ে গেছে।

এদিকে প্রকল্প এলাকার বেশিরভাগ স্থানীয়রা জানেন না শিশু সুরক্ষা কমিউনিটি হাব নামে কিছু আছে। থাকলেও জানে না- কি হয় সেখানে। উপজেলার দায়িত্বে থাকা সিআরএফ বিপাশা রুবাইয়া জানান, রিপোর্ট করতে চাইলে পজিটিভ করবেন। আমি একা, দেখতে হয় দুই উপজেলা। এ জন্য কোনো হাবে যাওয়া হয়, কোনোটাতে হয়না। আবার অফিসের কাজও করতে হয়।

ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার রহমান হিমেল জানান, আগে থেকে চাপ ছিল না। এজন্য হয়ত এমন হয়ে পড়ছে। বিষয়গুলো জানি। তবে হাবগুলো ঠিক হতে সময় লাগবে। সেখানে ঘর মালিকদের ভাড়া দেওয়া হয় না। ঝামেলা হয়ে আছে- ঘর সংস্কারের জন্য কিছু বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও পায়নি। আর উপকরণের বিষয়টি ইউনিসেফ থেকে পাঠায়। আমরা শুধু বিতরণ করি।

মহিলা শিশু বিষয়ক অধিদফতরের বোদা, দেবীগঞ্জ উপজেলা জেলা কার্যালয়ের উপপরিচালকের দায়িত্বে থাকা কে এম ওয়াহিদুজ্জামান জানান, আমাদের কাছে কিছু নেই। অর্থ হিসাব নম্বরে আসে, ছাড় করে দেই; নিয়ে যায়। একদিন হয়তো দুই একটি কমিউনিটি হাব ঘুরে আসা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর