যুবতীর সঙ্গে নেচে ভাইরাল পঞ্চগড়ের উপজেলা চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে বনভোজনের আয়োজনে যুবতীর সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আমিরুল ইসলাম।  এদিকে তার এ নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয় লাভ করায় নির্বাচনের একদিন পরে মঙ্গলবার রাতে এ বনভোজনের আয়োজন করা হয়। জালাসি এলাকায় উপজেলা চেয়ারম্যানের প্রতিবেশি মুকুলের বাড়ির ছাদে এ বনভোজনের আয়োজন করেন স্থানীয় কয়েকজন যুবক। সেখানে উপজেলা চেয়ারম্যান আমন্ত্রিত অতিথি ছিলেন। বনভোজনের অংশ হিসেবে সেখান গান বাজনার আয়োজন ছিল।  তিনজন যুবতীর সঙ্গে নেচে এ অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান।

এদিকে চেয়ারম্যানের এমন নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিরূপ মন্তব্য করেন। কমেন্ট বক্সে অনেকে দিয়েছেন বাহ!বাহ! অনেকে লিখেখেন ছি! ছি! কেউ লিখেছেন- হজ্ব করে আসে কি করে সম্ভব এমন কাজ করা। কি আশা করছে চেয়ারম্যানের কাছে সমাজ।

বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান,বিজয় উল্লাসে বনভোজনের আয়োজন করেছে যুবকেরা। সেখানে সবাই মিলে একটু আনন্দ করেছি।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর