পঞ্চগড়ে বনভোজনের আয়োজনে যুবতীর সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আমিরুল ইসলাম। এদিকে তার এ নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয় লাভ করায় নির্বাচনের একদিন পরে মঙ্গলবার রাতে এ বনভোজনের আয়োজন করা হয়। জালাসি এলাকায় উপজেলা চেয়ারম্যানের প্রতিবেশি মুকুলের বাড়ির ছাদে এ বনভোজনের আয়োজন করেন স্থানীয় কয়েকজন যুবক। সেখানে উপজেলা চেয়ারম্যান আমন্ত্রিত অতিথি ছিলেন। বনভোজনের অংশ হিসেবে সেখান গান বাজনার আয়োজন ছিল। তিনজন যুবতীর সঙ্গে নেচে এ অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান।
এদিকে চেয়ারম্যানের এমন নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিরূপ মন্তব্য করেন। কমেন্ট বক্সে অনেকে দিয়েছেন বাহ!বাহ! অনেকে লিখেখেন ছি! ছি! কেউ লিখেছেন- হজ্ব করে আসে কি করে সম্ভব এমন কাজ করা। কি আশা করছে চেয়ারম্যানের কাছে সমাজ।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান,বিজয় উল্লাসে বনভোজনের আয়োজন করেছে যুবকেরা। সেখানে সবাই মিলে একটু আনন্দ করেছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে