এখন নতুন খেলায় নেমেছি: কাদের

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪

নির্বাচনের খেলা শেষ করেছি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আমরা নতুন খেলায় নেমেছি। এখন খেলা হবে রাজনীতির, সাম্প্রদায়িকতার। এখন খেলা হবে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি দুর্নীতিবাজ আর সন্ত্রাস অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যে বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের। তাদের বর্তমান ও ভবিষ্যতও ভুয়া বলে মন্তব্য করেন। বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। তাদের কোনো ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর