দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়ে সরকার গঠন করছে আওয়ামী লীগ। নতুন সরকারে প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তাকে সংসদ নেতা নির্বাচিত করেছেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সংবিধান অনুযায়ী, দ্বাদশ সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেইসঙ্গে তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।
এদিকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর এ নিয়ে মোট পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করছেন বিশ্বের প্রভাবশালী নারীদের একজন শেখ হাসিনা।
বিডি২৪অনলাইন/এন/এমকে