মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভা বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শপথ নেবে। নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে ২৫ জনসহ মোট ৩৬ জনের নামের তালিকা করা হয়েছে। তাদের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

এদিকে শপথের জন্য আমন্ত্রণ পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, তাজুল ইসলাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোজাম্মেল হক, হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রাজ্জাক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদুল হাসান, কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, জিয়া উদ্দিন আহমেদ, নসরুল হামিদ, শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম প্রমুখ।

ওদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের বুধবার সকালে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নির্বাচনের দুইদিনের মাথায় মঙ্গলবার বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৯৮ জনের গেজেট প্রকাশ করা হয়। শপথ নেওয়ার পর সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের এমপিরা বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জানান তিনি। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর