দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। এ সরকারের নতুন মন্ত্রিসভা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবে। তার আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। মন্ত্রিসভার এ আকারের বিষয়টি বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এদিকে এ ৩৬ জনকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন— আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), স্থপতি ইয়াফেস ওসমান, মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মেকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবেক হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান পাপান (কিশোরগঞ্জ-৬) ও সামন্ত লাল সেন।
এদের মধ্যে প্রথম ১৩ জনের সবাই একাদশ জাতীয় সংসদেও মন্ত্রিসভায় ছিলেন। পরের ১২ জন নতুন হিসেবে দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। প্রথম ১৩ জনের মধ্যে আবার মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান ছিলেন প্রতিমন্ত্রী। বাকিরা ছিলেন পূর্ণ মন্ত্রী। তাদের মধ্যে আবার স্থপতি ইয়াফেস ওসমান ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে, এবারও টেকনোক্র্যাট মন্ত্রী থাকছেন তিনি। নতুন হিসেবে দ্বাদশের মন্ত্রিসভায় জায়গা পাওয়াদের মধ্যে ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক হোসেন চৌধুরী ও জাহাঙ্গীর কবির নানক এর আগেও শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।
নির্বাচনের তিন দিনের মাথায় বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর সংসদের একক সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। পাশাপাশি একাদশ সংসদের সংসদ উপনেতা, স্পিকার, চিফ হুইপ ও ডেপুটি স্পিকারকে দ্বাদশ সংসদেরও স্পিকার, চিফ হুইপ ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।একই দিন দ্বাদশ সংসদের সংসদ নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিডি২৪অনলাইন/এন/এমকে