মন্তব্য
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলছেন, সেখানে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। মনে করা হচ্ছে, লোকজন কেবল কোভিড-১৯ রোগেই মারা যাচ্ছেন।
তিনি আরও বলেন, হাসপাতালের ৯০ শতাংশ রোগীতে ভরে গেছে। কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে, তাদের মধ্যে কত শতাংশ করোনা রোগী আর কত শতাংশ অন্য রোগে আক্রান্ত।