আটঘরিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৪

পাবনার আটঘরিয়ায় স্কুল-মাদ্রাসার ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মিলনায়তনে সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী। বক্তব্য দেন, প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন, কবি বন্দি আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিটিএর সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সুপার মো. আবু বকর প্রমূখ।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর