পঞ্চগড়ে নৌকার বিপক্ষে নির্বাচন করায় যুবলীগ নেতাকে মারধর

পঞ্চগড় প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক শাহাদত হোসেন সাদাতকে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে। অভিযোগ আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় ও আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে নেতিবাচক মন্তব্য করায় তাকে মারধর করা হয়। পঞ্চগড়- আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তার কর্মী-সমর্থকরা তাকে মারধর করেন।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা শহরের ভাসানী পার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শাহাদত জানান, সারা দেশেই নৌকার প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের নেতা বা কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আমাদের এখানেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমি নির্বাচনে তার পক্ষে কাজ করেছি। এটাই আমার অপরাধ। এ জন্য জালাসি এলাকার মফিজুল, জহিরুল, আল আমিন, রফিকুল. শরিফ, হাসিবুল, নাঈম ফরিদসহ ১০-১৫ জন আমাকে মারধর করে। তারা নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

এদিকে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভিডিওতে দেখা যায়, শাহাদতকে একসঙ্গে ১০ থেকে ১২ জন ব্যক্তি মারধর করছেন। সময় যুবলীগ নেতা নিজের অসুস্থতার কথা বলছেন। তারপরও তাকে মারধর করা হচ্ছে- কিল ও ঘুষি দিচ্ছে, কাঁঠ দিয়ে মারধর করছে। ভিডিওতে মারধরের সঙ্গে জড়িতদের বলতে শোনা যায়- নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে নির্বাচনে কথা বলায় তাকে মারধর করা হচ্ছে। মারধরের পর আর কখনো মুক্তার বিরুদ্ধে কোনো কথা না বলার অঙ্গীকার করতে বাধ্য করা হয় তাকে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

 

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, আমরা বিষয়ে তথ্য সংগ্রহ করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর