শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান শেখ হাসিনাকে।   

এদিকে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। তাঁর মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী পরে ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা অনুযায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারসহ পঞ্চমবারের মতো শপথ নিলেন শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার নতুন সরকার গঠিত হলো।  এখন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর একাদশ সংসদের মন্ত্রিসভা বিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- মোজাম্মেল হক (গাজীপুর-), ওবায়দুল কাদের (নোয়াখালী-), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), দীপু মনি (চাঁদপুর-), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-), ফরহাদ হোসেন (মেহেরপুর-), ফরিদুল হক খান (জামালপুর-), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-) এবং স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- নসরুল হামিদ (ঢাকা-), জুনাইদ আহমেদ পলক (নাটোর-), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-), জাহিদ ফারুক (বরিশাল-), সিমিন হোসেন (রিমি, গাজীপুর-), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-) এবং আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-)

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর