আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বন্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এ সরকারের। নতুন সরকারের মন্ত্রিসভার আকার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলে ৩৭জন। এ নিয়ে টানা চারবারসহ পঞ্চমবারের মতো সরকার গঠন করলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয়ে একক দল হিসেবে সরকার গঠনের সুযোগ পায় আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে তাদের প্রার্থীরা। নতুন সরকারকে তার চলার পথে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বিএনপিসহ তাদের মিত্ররা এ নির্বাচন বানচালের চেষ্টা কম করেনি। ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনার বক্তব্যেও সরকার ও দেশ নিয়ে ষড়যন্ত্রের কথা ফুটে ওঠেছে। নির্বাচিত এমপিদের উদ্দেশে তিনি বলেন- ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এদিকে নতুন মন্ত্রিসভায় একাদশ সংসদের অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়েছেন। বেফাঁস মন্তব্য, দায়িত্ব অবহেলাসহ বিভিন্ন কারণে তাদের নতুন মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি বলে ধারণা করছেন অনেকেই। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহনের পরে তাদের প্রত্যেকের মন্ত্রণালয় বন্টন করে দেওয়া হয়েছে।
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- শিল্প, আসাদুজ্জামান খান কামাল- স্বরাষ্ট্র, ডা. দীপু মনি- সমাজকল্যাণ, মো. তাজুল ইসলাম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মুহাম্মদ ফারুক খান- বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, আবুল হাসান মাহমুদ আলী- অর্থ, আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক, মোহাম্মদ হাছান মাহমুদ- পররাষ্ট্র, মো. আব্দুস সালাম- পরিকল্পনা, সাধন চন্দ্র মজুমদার- খাদ্য, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ন ও গণপূর্ত, নারায়ন চন্দ্র চন্দ- ভূমি, মো. আব্দুর রহমান- মৎস্য ও প্রাণিসম্পদ, মো. আব্দুস শহীদ- কৃষি, মহিবুল হাসান চৌধুরী নওফেল- শিক্ষা, ফরহাদ হোসেন- জনপ্রশাসন, মো. ফরিদুল হক খান- ধর্ম, মো. জিল্লুল হাকিম- রেলপথ, সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাট, নাজমুল হাসান পাপন- যুব ও ক্রীড়া, স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)- বিজ্ঞান ও প্রযুক্তি, ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রীরা হিসেবে বেগম সিমিন হোসেন রিমি- মহিলা ও শিশু বিষয়ক, নসরুল হামিদ- বিদ্যুৎ বিভাগ, জুনাইদ আহমেদ পলক- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, মোহাম্মদ আলী আরাফাত- তথ্য ও সম্প্রচার, মো. মহিববুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন, জাহিদ ফারুক- পানিসম্পদ, কুজেন্দ্র লাল ত্রিপুরা- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, শফিকুর রহমান চৌধুরী- প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রুমানা আলী- প্রাথমিক ও গণশিক্ষা, আহসানুল ইসলাম টিটু- বাণিজ্য মন্ত্রণায়ের দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে এবং একই অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর একাদশ সংসদের মন্ত্রিসভা বিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে